Sunday, March 26, 2023
Top Newsসপ্তাহান্তে উত্থান শেয়ার বাজারে 

সপ্তাহান্তে উত্থান শেয়ার বাজারে 

বিশ্ববাজারের প্রভাব পড়েছে ভারতের শেয়ার মার্কেটে। সপ্তাহান্তে লাল সূচকে গিয়েও ফের ঘুরে দায়িয়েছে সেনসেক্স এবং নিফটি।

শুক্রবার সেনসেক্স ৪১০ পয়েন্ট বেড়েছে। ফলে বাজার শেষে সেনসেক্সের সূচক দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৬ পয়েন্টে।  পাশাপাশি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১৩১ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ১৭ হাজার ১১৮ পয়েন্টে শেষ হয়েছে। ব্যাঙ্কিং, আইটি, ধাতু, উপভোক্তা সেক্টরের শেয়ার বেড়েছে। সেখানে স্বাস্থ্য পরিষেবা, এফএমসিজি, অটো, ফার্মা সেক্টরের শেয়ার কমেছে। মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারের দামও বেড়েছে। সেনসেক্সের ৩০ টি শেয়ারের মধ্যে ২১ টি উপরে ও ৯ টি নিম্নমুখী ছিল। পাশপাশি নিফটির ৫০ টি শেয়ারের মধ্যে ৩৭ টি শেয়ার লাভের সঙ্গে ও ১৩ টি পতনের সঙ্গে বন্ধ হয়েছে। নিফটি আইটি ১,১৮ শতাংশ ও নিফটি ব্যাঙ্ক সূচক ১,১৯ শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে।

More News

সিলিকন ভ্যালি বন্ধের প্রভাব ভারতের শেয়ার বাজারে

0
আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বন্ধের প্রভাব পড়ল ভারতের শেয়ার বাজারে। সপ্তাহের শুরুতেই সেনসেক্স পড়েছে ৮৯৭...

শেয়ার বাজারে নিষিদ্ধ আরশাদ ওয়ারসি

0
বিভ্রান্তিকর ভিডিও আপলোডের অভিযোগে আরশাদ ওয়ারসি ও তাঁর স্ত্রীকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেবি।শেয়ার বাজারে সস্ত্রীক...

একমাসে ১২ লক্ষ কোটি হাতছাড়া আদানি গোষ্ঠীর 

0
ক্রমাগত সম্পত্তির ক্ষয়ক্ষতি চলছে আদানি গোষ্ঠীর। একমাসে প্রায় ১২ লক্ষ কোটি টাকা হাতছাড়া হয়েছে সংস্থার।  দেশীয়...