আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল প্রায় ৫.৪। ভূমিকম্পের রেশ ছিল প্রায় ২৫ সেকেন্ড। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদের ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়। ভূমিকম্পের ফলে রাজধানী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এসিএস সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল এবং চিন অধিকৃত তিব্বতের সীমান্তে। ফলে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।