!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdeskপরবর্তী হিংসা : লালু-কন্যার বিরুদ্ধে এফআইআর 

    পরবর্তী হিংসা : লালু-কন্যার বিরুদ্ধে এফআইআর 

    Published on

    সাম্প্রতিক খবর

    সারণে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিহার পুলিশ।
    বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশাসন জানিয়েছে, সারণ লোকসভা কেন্দ্রের আরজেডি প্রার্থী রোহিণী আচার্যের বিরুদ্ধে অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে।সোমবার পঞ্চম দফায় ভোট ছিল সারণে। সেখানে বিজেপির বিদায়ী সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীবপ্রতাপ রুডির সঙ্গে মূল লড়াই লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্যের। ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক আগে ওই দিন সন্ধ্যায় ছপরার একটি বুথে গিয়েছিলেন রোহিণী আচার্য। সেই সময়েই বিজেপি এবং আরজেডির কর্মী-সমর্থকেরা পরস্পরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন।বিজেপির অভিযোগ, বুথে জোর করে ঢুকে পড়েছিলেন রোহিণী আচার্য।পাশাপাশি তাঁর সমর্থকেরা ভোটারদের সঙ্গে দুর্ব্যবহারও করেন। সেই ঘটনা থেকে ঝামেলা শুরু হতেই দ্রুত ওই জায়গা ছেড়ে চলে যান রোহিনী আচার্য। মঙ্গলবার সকাল হতেই ফের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে দু’পক্ষই আগ্নেয়াস্ত্র এবং ধারালো ব্যবহার করে বলে অভিযোগ। গুলিতে এক ব্যক্তি নিহত হন। গুরুতর জখম হন দু’জন।

    Your ad here

    আরো খবর