কসবাকাণ্ডের প্রতিবাদে এসইউসিআই-র বিক্ষোভে ধুন্ধুমার

0
23
ছবি সৌজন্যে : নিজস্ব
কসবাকাণ্ডের প্রতিবাদে এসইউসিআই-র মহিলা কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার। ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিক্ষোভকারীদের।
এরপর রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন এসইউসিআই কর্মীরা। আর জি কর থেকে কসবা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে থাকেন তাঁরা। শাসকদলের মদতপুষ্ট শিক্ষাক্ষেত্রে দুর্নীতিচক্র এবং থ্রেট কালচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন বিক্ষোভকারীরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কসবা থানায় ডেপুটেশন দেন এসইউসিআই-র সদস্যরা।