Monday, September 25, 2023
Top Newsবিভেদের মধ্যে ঐক্য বজায় রাখার আর্জি সুদীপের

বিভেদের মধ্যে ঐক্য বজায় রাখার আর্জি সুদীপের

দেশে বৈচিত্রের ধারা অক্ষুণ্ণ রাখতে কেন্দ্রকে আর্জি জানিয়েছেন লোকসভার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নতুন সংসদ ভবন উদ্বোধনের আগে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীরা।

তার আগে সোমবার বিশেষ অধিবেশনে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই দেশে বিভেদের মাঝে ঐক্যের ধারাটা চিরপ্রবাহমান। এই ভাবনাটা বজায় রাখতে হবে। দেশের নাম সংক্রান্ত বিতর্কের আবহে তৃণমূল সাংসদ বলেছেন, তাদের ভারত এবং ইন্ডিয়া, দু’টি নামেই কোনও আপত্তি নেই। তবে নতুন সংসদ ভবনে প্রবেশের আগে দেশের নামের অর্থ বোঝা উচিত।অন্যদিকে, সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনেই মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিরোধী সাংসদেরা। যার জেরে লোকসভায় হট্টগোল শুরু হয়। যদিও স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটিতেই এমনটা ঘটেছে। মাইক বন্ধ রাখার অভিযোগ খারিজ করে দেন তিনি।

More News

বাড়িতে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যার মা

0
মেয়ের বাড়িতেই নৃশংসভাবে খুন হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের বৃদ্ধা মা। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার...

এবার হাত ভেঙে দেওয়ার হুমকি তৃণমূলের অজিতের

0
তৃণমূল কর্মীদের গায়ে হাত উঠলে ভেঙে দেওয়া হবে। এবার পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কো অর্ডিনেটর অজিত...

নিউটাউনে শপিং মল লুলু গ্রুপের, বার্তা মমতাকে 

0
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিউটাউনে বিশ্বমানের শপিং মল খোলার আশ্বাস দিয়েছে দুবাইয়ের বহুজাতিক সংস্থা লুলু গ্রুপ। রাজ্যে বিনিয়োগ টানতে...