Monday, March 27, 2023
Scienceমাস্কের জন্যে সুদিন মাস্টোডনের

মাস্কের জন্যে সুদিন মাস্টোডনের

টুইটার ক্রয় প্রস্তাব থেকে শুরু করে প্ল্যাটফর্মের মালিকানা নিজের হাতে নেওয়ার পরও একের পর একের এক নাটকীয়তা আর বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। আর তার এমন কর্মকাণ্ডে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে টুইটারের বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পাওয়া মাস্টোডন।

দু’মাস আগেও বহুল প্রচলিত ও জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোর তালিকায় নাম ছিল না মাস্টোডনের। প্ল্যাটফর্মটির নাম জানা ছিল না টুইটার ইউজারদের মধ্যে অনেকের। কিন্তু গত দু’ মাসে প্ল্যাটফর্মটিতে নতুন ইউজারের সংখ্যা বেড়েছে লক্ষ্যণীয় হারে।ইলন মাস্ক অক্টোবর মাসের শেষে টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই মাস্টোডনে নতুন সাইন-আপের হার কয়েক ধাপে বেড়েছে। প্রতি ঘণ্টায় কতজন গ্রাহক মাস্টোডন ব্যবহার করছেন সেই তথ্য বিশ্লেষণ করে বলা হচ্ছে, টুইটার নিয়ে মাস্কের প্রতিটি বিতর্কিত বক্তব্য ও সিদ্ধান্ত খবরের শিরোনামে আসার পর প্রতিবারই মাস্টোডান ইউজারের সংখ্যা বেড়েছে।১ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে মাস্টোডনের ওয়েবসাইটে প্রতি ঘণ্টায় গড়ে ১৩০ জন করে নতুন ইউজার সাইন-আপ বা রেজিস্টার করেছেন।২৮ অক্টোবর মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর মাস্টোডনে নতুন ইউজারদের রেজিস্ট্রেশনের গড় সংখ্যা প্রতি ঘণ্টায় দু’ হাজার ছাড়িয়ে যায়।এর এক সপ্তাহ পর মাস্ক টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর প্রতি ঘণ্টায় গড়ে পাঁচ হাজারের বেশি নতুন ইউজার অ্যাড হয়েছে মাস্টোডনে।আর ১৭ নভেম্বরে বাকি কর্মীদের কাজে আরও হার্ডকোর হতে বলেছিলেন মাস্ক।ইলন মাস্কের সেই বক্তব্যের জেরে টুইটার কর্মীরা দলবেধে ইস্তফা দেওয়া শুরু করার পর মাস্টোডনে প্রতি ঘণ্টায় নতুন ইউজারদের রেজিস্ট্রেশনের গড় সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়।ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে মাস্টোডনে নতুন ইউজার সাইন-আপের হার আবারও বেড়েছে।

More News

টুইটারের ৫০ জন ম্যানেজারকে ছাঁটাই মাস্কের 

0
এবার ৫০ জন ম্যানেজারদের সরিয়ে তাদেরই মনোনীত কর্মীদের ওই পদে নিয়োগ করেছেন টুইটার সিইও ইলন...

‘টুইটার ফাইলস’ নিয়ে তদন্তে এফটিসি

0
ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকে প্ল্যাটফর্মটির সবচেয়ে বিতর্কিত কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তদন্তে নেমেছে মার্কিন...

টুইটার : ২০টির বেশি দেশে ‘ব্লু’ 

0
ইউরোপের ২০টিরও বেশি দেশে চালু হয়েছে সামাজিক প্ল্যাটফর্ম টুইটারের আর্থিক ফিভিত্তিক গ্রাহক সার্ভিস,ব্লু।রিপোর্ট অনুযায়ী,এই বিস্তৃতির...