পাকিস্তানে পুলিশ ভ্যানে আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহিত হয়েছেন কমপক্ষে ২৪ জন।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে। এই হামলার দায়ে স্বাকীর করেছে পাকিস্তানের স্থানীয় সশস্ত্র জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান। এই আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছে একজন পুলিশ আধিকারিক ও দুজন নাগরিকের। কোয়েটা পুলিশের মহাপরিদর্শক গোলাম আজফার মাহেসার জানিয়েছেন, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পোলিও টিকাদানের কর্মসূচির জন্য নিযুক্ত কর্মীদের নিরাপত্তার জন্য যে পুলিশদের মোতায়েন করা হয়েছিল তাদের গাড়িটি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা করা হয়। এই ঘটনায় আহত ২৪ জনের মধ্যে ২০ জনই পুলিশের সদস্য।