তমলুকের নিমতৌড়িতে কর্মী সম্মেলন থেকে পঞ্চায়েতের দামামা ঘোষণা করে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কথায়, আগামী পঞ্চায়েত ভোটে একটিও আসন বিজেপি ছাড়বে না।
একইসাথে তার সংজোযন গত পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী দিতে দেয়নি। তবে, এবারে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট বিজেপি সেই ফুলেই উপহার দেব। তিনি আরও বলেন পুলিশ সরে গেলে তৃণমূলে পার্টি অফিসে পতাকা তোলা কাউকে খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল নেতা জাকির হোসেনের মৃত্যু নিয়ে বলেন তৃণমূলের মুষল পর্ব শুরু হয়েছে। যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে তত এরকম ঘটনা ঘটবে।