বর ছাড়া বিয়ে হয় নাকি, বিজেপি রাহুল গান্ধীকে বিরোধী নেতা বানানোর চেষ্টা করছে এবং ২০২৪-এ লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলো নিজ নিজ রাজ্যে একাই লড়বে, তৃণমূল কংগ্রেসের ঘোষণার পর এমনভাবেই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের বৈঠককে সুবিধেবাদীদের জোট বলে মন্তব্য করেছেন। সুকান্তর কটাক্ষ অখিলেশ যাদব নিজেও জানেন যে তাঁকে সিবিআই বা ইডি গ্রেফতার করছে না নরেন্দ্র মোদীর দেওয়া ভ্যাকসিনের জেরে। অন্যদিকে বীরভূমের সংগঠনের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেওয়ায় তাঁকেও কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তাঁর মন্তব্য তিনি জানেন না ভাইপোকে দেখে শিখেছেন কিনা, হয়ত ওখান থেকে কয়লা বালির টাকা আসবে।