গরম বাড়বে, হাওয়া অফিসের পূর্বাভাস মিলতেই আরও ১০ দিন গরমের ছুটি বাড়ল রাজ্যের স্কুলগুলোয়। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্কুলগুলোয় ৫ এবং ৭ জুনের পরিবর্তে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি বর্ধিত করার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন আবহাওয়া দফতর থেকে ইঙ্গিত পেয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবেই স্কুল খোলার দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর আগে স্কুল শিক্ষা দফতরের তরফে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে চিঠি পাঠিয়ে জানানো হয়েছিল ৫ জুন মাধ্যমিক-উচ্চমাধ্যমিকস্তরের স্কুলগুলো খুলবে। আর প্রাথমিকের স্কুল খুলতে হবে ৭ জুন থেকে। কিন্তু বুধবার হঠাত্ করেই গরের ছুটির মেয়াদ আরও বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২ মে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলোতে ছুটির ঘোষণা করেছিল রাজ্য সরকার। এদিকে গরমের ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি মিড ডে মিলের চাল চুরি এবং নবজোয়ার যাত্রায় পুলিশবাহিনীকে রাখার জন্য স্কুলে বাড়তি ছুটি ঘোষণা করা হয়েছে।