Wednesday, August 17, 2022
আন্তর্জাতিক সংবাদবিতর্কে ট্রাসকে হারালেন সুনক 

বিতর্কে ট্রাসকে হারালেন সুনক 

ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বিতর্কসভায় প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাসকে হারিয়ে চমকে দিলেন ঋষি সুনক। যা দেখে মনে করা হচ্ছে, যত সহজে ট্রাস জিতবেন মনে করা হচ্ছে বিষয়টা তা নয়।
বরং শেষ মুহূর্তে চমক দিতে পারেন ঋষি।বিতর্কসভায় সঞ্চালক কে বার্লের অস্বস্তিকর সব প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ট্রাস ও ঋষি দু’জনকেই। বিতর্কের শেষে দেখা যায় ঋষি সুনক অনেক বেশি সমর্থন পেয়েছেন। যা দেখে সঞ্চালকের প্রতিক্রিয়া, তিনি এমনটা আশাই করিনি। আলোচনা সভায় রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে লিজ ট্রাসকে। জানা গিয়েছে, সোমবার তাঁর দলের তরফে ভোটপ্রচারের সময় যে বিবৃতি দেওয়া হয়েছিল তাতে দাবি করা হয়েছিল বার্ষিক ৮.৮ বিলিয়ন পাউন্ড সরকার বাঁচাতে পারত যদি লন্ডনের বাইরে বেসরকারি কর্মীদের বেতন কমানো সম্ভব হত। এই নিয়ে প্রশ্ন করা হলে লিজ ট্রাসকে দেখা যায়, কার্যত এই বক্তব্যের দায় অন্যের দিকে চাপাতে। যে জন্য তাঁকে কটাক্ষের মুখেও পড়তে হয়। সঞ্চালক বলেছেন, ভালো নেতারা কি নিজের ভুল স্বীকার না করে তার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেন।শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হওয়া ভোটাভুটির ফল থেকে পরিষ্কার হয়ে যায় লিজ ট্রাসকে টেক্কা দিয়েছেন ঋষি সুনক। যা তাঁর অনুগামীদের ফের আশাবাদী করে তুলছে।

More News

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে হারছেন ঋষি

0
ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনাক নির্বাচনে হেরে যাবেন, এমনটা জানিয়েছেন নিজেই।  বলেছেন,জনপ্রিয়তার দিক থেকে প্রতিদ্বন্দ্বী...

 গরমে কংক্রিটের সেতু ভেঙে গেল চিনে  

0
প্রবল গরমে কংক্রিটের তৈরি সেতু ভেঙে গিয়েছে চিনে।আর সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ।...

ব্রিটেনে বিতর্কসভার পর এগিয়ে ঋষি সুনক

0
ব্রিটেনের প্রধানমন্ত্রীর লড়াইয়ে বিতর্ক সভায় প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাসের থেকে এগিয়ে ভারতীয় ব‌শোদ্ভূত ঋষি সুনক। তবে...