Sunday, March 26, 2023
বিনোদনশুটিংয়ে আহত সানি লিওন

শুটিংয়ে আহত সানি লিওন

অভিনেত্রী সানি লিওন শ্যুটিংয়ে মারাত্মক আঘাত পেয়েছেন।বেশ কয়েক বছর তাঁকে পর্দায় না দেখা গেলেও খুব শিগগির কামব্যাক করছেন সানি লিওন। 

তবে বলিউড নয়, দক্ষিণী ছবির হাত ধরে অভিনয়ে প্রত্যাবর্তন করছেন সানি লিওন।মাত্র অল্প কয়েকদিনে বলিউডে ক্যারিয়ার গড়লেও তেমন সফল হতে পারেননি তিনি। আসলে, পর্ন তারকার তকমাটা এখনও পুরোপুরি সরেনি অভিনেত্রীর জীবন থেকে। যাই হোক, প্রায় অনেকগুলোদিন পরে অভিনয়ে ফিরছেন অভিনেত্রী। সানি লিওনির পরবর্তী তামিল ছবির নাম এখনও ঘোষিত হয়নি।তবে ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি। জানা গেছে,শ্যুটিং চলাকালীনই দুর্ভাগ্যবশতভাবে আহত হয়েছেন সানি লিওন।চিত্রগ্রহণের সময় সানি লিওনের পায়ের আঙুলে মারাত্মক আঘাত লেগেছে।অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে,তিনি ছবির কস্টিউমেই সজ্জিত হয়ে রয়েছেন।এবং পায়ের আঙুলে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখা যায় তাঁকে।এরপর তাঁর টিম অভিনেত্রীর ক্ষত সারাতে সাহায্য করেছেন।মালবিকা মোহনান ক্রিস্টি ছবির শুটিং নিয়ে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সানি বলেছেন, অনেক সময় যখন সুযোগের সন্ধান করি, তখন সুযোগ সহজেই দেখা দেয়না।কিন্তু কখনও কখনও আপনার প্রত্যাশা অনুযায়ী সুযোগ পেলে তাকে শক্ত করে ধরে রাখেন। যখন তাঁকে একটি রিয়েলিটি শো অফার করা হয়েছিল তখন তিনি ভারতে চলে আসেন। অভিনেত্রী সানি লিওন সবসময় ভারতে এসে কাজ করতে চেয়েছিলেন।

More News

চোট, নরওয়ে দলে নেই হালান্ড

0
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নামার আগে বড় ধাক্কা নরওয়ে দলে। কুঁচকিতে চোট পাওয়ায় স্পেন ও জর্জিয়ার...

ব্রহ্মাস্ত্র-এর সিক্যুয়েল আসছে

0
২০২২ সালে বলিউডের অন্যতম হিট চলচ্চিত্র,ব্রহ্মাস্ত্র।সিনেমাটির মাধ্যমে রণবীর কাপুর পুনরায় বক্স অফিসে প্রত্যাবর্তন করেন। রণবীর-আলিয়া,অমিতাভ অভিনীত...

সিটাডেল-এ কাজ করে গর্বিত প্রিয়াঙ্কা

0
বলিউডে এত বছর কাজ করার পর হঠাৎ একটি বহুভাষিক প্রকল্পে কাজ করা প্রিয়াঙ্কা চোপড়ার কাছেও...