Monday, May 27, 2024
বিনোদননতুন ফটোশুটে অনন্যা উত্তাপ

নতুন ফটোশুটে অনন্যা উত্তাপ

অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে তিনি। তবে বাবার মতো অভিনয় জীবনের শুরুটা তেমন কষ্টদায়ক হয়নি অনন্যা পান্ডের। নির্মাতাদের সুনজরেই ছিলেন।করণ জোহরের প্রযোজনায়,স্টুডেন্ট অফ দ্য ইয়ার- ২ দিয়ে বলিউডে অভিষেক হয় তার। 

এরপর পতি পত্নি অউর ওহ, খালিপিলি এবং গেহেরাইয়াতে দেখা গেছে অভিনেত্রী অনন্যা পান্ডেকে। তবে সমসাময়িক অভিনেত্রীর তুলনায় কিছুটা পিছিয়েই আছেন অনন্যা পান্ডে।অনন্যার শেষ সিনেমা,লাইগার বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বিজয় দেবেরাকোন্ডার সাথে রসায়ন মোটেও জমেনি অভিনেত্রী অনন্যার।তবে বলিউডে শক্তিশালী অবস্থান এখন পর্যন্ত গড়তে না পারলেও ভক্তমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন চাঙ্কি কন্যা। নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন অভিনেত্রী।ফ্যান ফলোয়ারদের সাথে নিজের ছবি, ভিডিও সহ সমস্ত আপডেট শেয়ার করেন।কখনো জিমে, কখনো সুইমিংপুল কখনো বা আবেদনময়ী পোশাকে হাজির হয়ে ফ্যানদের চমকে দেন অভিনেত্রী অনন্যা পান্ডে।সম্প্রতি একটি নতুন ফটোশুটের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। একটি কালো মনোকিনিতে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে।ফাঁকা ঘরে কম আলোতে ক্যামেরার সামনে আবেদনময়ী পোজ অভিনেত্রীর গ্ল্যামারকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে।সামনের চুল খোলা রেখে পেছনে খোঁপা করে বেশ সাবলীল ভাবেই পোজ দিয়েছেন অনন্যা।ছবিগুলো শেয়ার করার পর থেকেই রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফ্যানরা একের পর এক মন্তব্য করে প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেত্রীকে।ছবিগুলো নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে শেয়ার করেছেন অনন্যা পান্ডে। অনন্যার এই আবেদনময়ী লুকে ফ্যান ফলোয়ারদের সাথে মুগ্ধ হয়েছেন তার বন্ধু তারকারাও।বান্ধবী শানায়া কাপুর, অনন্যার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ওয়াও! জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ এবং রিয়া কাপুর দুজনেই মন্তব্য করেছেন,এটা ভালোবাসি!সুরকার লিসা মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, মাই গুডনেস।

More News

আদিত্য-অনন্যার প্রেমের ইঙ্গিত

0
আদিত্য রায় কাপুরের সঙ্গে জমিয়ে প্রেম করছেন অনন্যা পাণ্ডে। বেশ কয়েক মাস ধরেই এমন গুঞ্জনে...

অনন্যাকে কঙ্গনার কটাক্ষ

0
অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে কয়েক বছর আগে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন। বলিপাড়ায় নতুন...

শাহরুখ-গৌরী বিয়েতে নাচলেন

0
অনন্যা পাণ্ডের কাকাতো বোন আলান্যা পাণ্ডে বিয়ের পিঁড়িতে বসলেন। তারকা পরিবারের মেয়ের এই বিয়েতে কয়েক...