Monday, March 27, 2023
জাতীয় সংবাদকলেজিয়াম বৈঠকের তথ্য প্রকাশ সম্ভব নয়  

কলেজিয়াম বৈঠকের তথ্য প্রকাশ সম্ভব নয়  

বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত কলেজিয়াম বৈঠকের তথ্য প্রকাশ্যে আনা সম্ভব নয়। তথ্যের অধিকার আইনে করা আবেদন খারিজ করে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি এমআর শাহ এবং সিটি রবিকুমারের বেঞ্চ রায় ঘোষণা করে বলেছে, একাধিক সদস্যের মতামতের ভিত্তিতে গৃহীত সম্ভাব্য সিদ্ধান্ত জনসমক্ষে আনা যায় না। এর আগে মামলার শুনানিপর্বে দুই বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে বলেছিল, কোনও অবস্থাতেই কলেজিয়াম ব্যবস্থাকে বেলাইনের চেষ্টা করা উচিত নয়। তারাই সবচেয়ে স্বচ্ছ প্রতিষ্ঠান। শুনানি শেষের পর রায় সংরক্ষিত রাখা হয়। শুক্রবার ঘোষিত হয়েছে কলেজিয়াম বৈঠকের তথ্য চাওয়ার আবেদন খারিজের রায়। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বিচারপতি নিয়োগের কলেজিয়াম ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছিলেন। যা নিয়ে এর আগে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

More News

নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য হলেই শাস্তি : কোর্ট 

0
নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য হলেই তাঁকে অপরাধী হিসেবে গণ্য করা হবে। ২০১১ সালের রায় খারিজ করে...

১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ 

0
কোভিড আবহে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়া আসামি এবং বিচারাধীন বন্দিদের  ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম...

১৪ বিরোধী দলের মামলা শুনবে শীর্ষ আদালত 

0
ইডি এবং সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগ তুলে ১৪ বিরোধী দলের মামলাটি  শুনতে রাজি...