দ্য কেরালা স্টোরিতে পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দেশের সব রাজ্যেই দ্য কেরালা স্টোরি প্রদর্শিত হচ্ছে। আর কোথাও তেমন কোনও অশান্তির খবর প্রকাশ্যে আসেনি।
পশ্চিমবঙ্গেও যে তিনদিন ছবিটি চলেছে, তাতে তেমন কোনও অশান্তির নজির নেই। তাই রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছে।সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আপাতত পশ্চিমবঙ্গে এই ছবি দেখায় আর কোনও বাধা থাকল না। যারা ছবিটি দেখতে চান, তাঁরা সিনেমা হলে গিয়েই ছবিটি দেখে আসতে পারবেন।এই প্রসঙ্গে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেছেন, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর এবার কী পদক্ষেপ করা হবে, মুখ্যমন্ত্রী সেই সিদ্ধান্ত নেবেন। যে কোনও মুখ্যমন্ত্রীরই তাঁর রাজ্যের ভালর কথা ভেবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে।৮ মে দ্য কেরালা স্টোরি রাজ্যের কোনও সিনেমা হলে প্রদর্শিত হবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার। এরপরেই রাজ্যের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা।