Sunday, September 24, 2023
খেলাবাবরকে ছাড়িয়ে গেলেন সূর্যকুমার

বাবরকে ছাড়িয়ে গেলেন সূর্যকুমার

অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেলেও ম্যাচে নিজের দায়িত্ব সঠিকভাবে পূরণের পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব।টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাবর আজমকে ছাড়িয়ে তিন নম্বরে জায়গা করে নিয়েছেন ভারতের সূর্যকুমার।

 

পুরুষদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক তালিকা প্রকাশ করেছে আইসিসি। লম্বা একটা সময় শীর্ষে থাকা বাবর আরও এক ধাপ নিচে নেমে এখন চার নম্বরে। প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৮ রানের পুঁজি গড়ার পথে অবদান রাখেন সূর্যকুমার। চার নেমে ৪ ছক্কা ও ২ চারে ২৫ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। এতে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যান ডানহাতি ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।ব্যাট হাতে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হারা প্রথম ম্যাচে ৪৬ বলে ২ ছক্কা ও ৬ চারে ৬৮ রান করেছেন পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান। ক্যারিয়ার সর্বোচ্চ ৮২৫ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন মোহাম্মদ রিজওয়ান। দুইয়ে থাকা এইডেন মারক্রামের রেটিং পয়েন্ট ৭৯২। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে শিগগিরই টপকে যাওয়ার সুযোগ রয়েছে সূর্যকুমারের, তার রেটিং পয়েন্ট ৭৮০। বেশ কিছু দিন ধরে সেভাবে চলছে না বাবরের ব্যাট। ইংলিশদের বিপক্ষে ৩ চারে ২৪ বলে ৩১ রান করলেও তৃতীয়স্থান ধরে রাখতে পারেননি পাকিস্তান অধিনায়ক,বাবর। ৭৭১ রেটিং পয়েন্ট এখন বাবরের।অস্ট্রেলিয়ার ৪ উইকেটের জয়ে ২ ছক্কা ও ৬ চারে ২১ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলা ম্যাথু ওয়েডের অগ্রগতি ৫ ধাপ। এই কিপার-ব্যাটসম্যান আছেন ৬৮ নম্বরে। অস্ট্রেলিয়াকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিতে সবচেয়ে বড় অবদান রাখা হার্দিক পান্ডিয়া ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন ২২ ধাপ। অলরাউন্ডারদের যথারীতি সবার ওপরে সাকিব আল হাসান।বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। ভারতের বিপক্ষে ৩৯ রানে ২ উইকেট নেন এই পেসার। আগের মতোই দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন দুই রিস্ট স্পিনার, দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ও ইংল্যান্ডের আদিল রশিদ। পাকিস্তানের হারিস রউফের উন্নতি হয়েছে ৪ ধাপ। তিনি জায়গা করে নিয়েছেন ২১তম স্থানে। তার সতীর্থ মোহাম্মদ নাওয়াজ ৩ ধাপ এগিয়ে এখন আছেন ৩১ নম্বরে।

More News

অভিষেকের আগেই ছিটকে গেলেন টার্নার

0
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়ে অভিষেকের অপেক্ষায় জন টার্নার। কিন্তু ইনজুরি তার অভিষেককে...

টি-টোয়েন্টিতে দ্রুততম ছক্কার সেঞ্চুরি সূর্যকুমারের

0
ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে ৭ উইকেটের জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তনের নায়ক...

কালীপুজোয় ম্যাচে জটিলতার মধ্যে ইডেনে আইসিসি কর্তারা

0
কালীপুজোর দিন ইডেনে বিশ্বকাপে পাকিস্তান বনাম ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। তারমধ্যেই ইডেন...