নিজের লেখা গানের ভিডিও পোস্ট করে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই শুভেচ্ছা বার্তাকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁর কথায়, একদিকে যখন ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গ জ্বলছে, তখন গানে-গানে মুখ্যমন্ত্রীর এই নববর্ষের শুভেচ্ছা মানুষ মেনে নেবে না। বিরোধী দলনেতা বলেছেন, নাগরিকদের শুভনন্দন জানানোর আগে যে সকল বরাহ-নন্দন দাঙ্গা করছে, সরকারি সম্পত্তি পোড়াচ্ছে, খুন করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে রাজ্যে নাগরিকরা নিজেদের সুরক্ষিত মনে করত। মুখ্যমন্ত্রী নিজের কথা এবং সুর দেওয়া গান পোস্ট করেছেন নববর্ষ উপলক্ষ্যে। শুভেন্দুর খোঁচা, রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন!
আর রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে, মুখ্যমন্ত্রী গান গাইবেন সেটাই স্বাভাবিক… তবে গানের সুরটা বেসুরো হয়ে গেল। একইসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বাংলা দিবসপালন করারও বিরোধিতা করেছেন বিজেপি বিধায়ক।