এবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ইউনিফর্মে কাটমানির অভিযোগে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে শুভেন্দু দাবি করেছেন স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের বোকা বানানো হয়েছে।
তাঁর দাবি পড়ুয়াদের দেওয়া হয়েছে আগের থেকে তৈরি থাকা নিম্নমানের ইউনিফর্ম। টুইটে শুভেন্দু আরও লিখেছেন সেলফ হেল্প গ্রুপের সদস্যরা গত বছরের সেলাই কাজের জন্য সম্পূর্ণ টাকা পায়নি। এখন যদি তারা পরিমাপ করে এবং স্ট্যান্ডার্ড আকারের ইউনিফর্ম পড়ুয়াদের সঙ্গে মানানসই না হয়, তবে স্থানীয়স্তরে তাদেরকেই দায়ী করা হবে। মূলত সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পোশাক নীল সাদা করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। যেখানে বিশ্ব বাংলা লোগো থাকবে। এরই প্রতিবাদে গতবছর বিভিন্ন জায়গায় বিক্ষোভও হয়।