এবার চিনের কাছে সামরিক মহড়া বন্ধের আর্জি জানিয়েছে তাইওয়ান।রবিবার থেকে মোট ১০৩টি চিনা যুদ্ধবিমান তাইওয়ান সীমান্তে দেখা গিয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন তাইপেই।
যার জেরে সোমবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে চিনের কাছে আবেদন জানানো হয়েছে একতরফা ধ্বংসাত্মক পদক্ষেপ বন্ধ করার জন্য। বলা হয়েছে, ১০৩টি চিনা যুদ্ধবিমান সাগরে দেখা গিয়েছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে কয়েকটি বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। একবছর ধরে চিন এই ধরনের অনুপ্রবেশ ঘটাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও বেজিংয়ের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।উল্লেখ্য, চিন ও তাইওয়ানের মধ্যে বহুদিন ধরে চলছে ক্ষমতা দখলের লড়াই। গত তিন বছরে এই লড়াই আরও তীব্র হয়েছে। তাইওয়ানকে নিজেদের দখলে আনতে মরিয়া চিন। এর আগেও বহুবার তাইওয়ানের সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়েছে চিনা সেনা।