দ্রুত গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মনদৌস। শুক্রবার মাঝরাতেই চেন্নাই উপকূলের কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। সকাল থেকেই তামলিনাড়ুতে ভারী বৃষ্টি শুরু হয়েছে।
চেন্নাই-সহ ১২ টি জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ। পরিস্থিতি মোকাবিলায় নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। আবহাওয়া দফতর জানিয়েছে, চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরম দিয়ে স্থলভাগে প্রবেশ করবে মনদৌস। তখন হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার। শনিবার দুপুরের মধ্যেই দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড়। ১৩ টি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মনদৌসের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই তামিলনাড়ুর উত্তরাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে।চেন্নাইয়ের সব পার্ক, খেলার মাঠ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুরসভা। শহরবাসীকে সৈকতে যেতেও বারণ করেছে পুরসভা। সমুদ্র তামিলনাড়ু জুড়ে ৫ হাজার ৯৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বাঁধ সংলগ্ন জালাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার নির্দেশ দিয়েছে সরকার। ১০টি জেলায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৎস্যজীবীদের তিন দিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।