!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

27.1 C
Kolkata
27.1 C
Kolkata
More
    HomeEntertainmentনেটদুনিয়ায় হাসির খোরাক তানিশা 

    নেটদুনিয়ায় হাসির খোরাক তানিশা 

    Published on

    সাম্প্রতিক খবর

    পরনে কালো স্বচ্ছ পোশাক। সাদা প্লাস্টিকের মতো সামগ্রী দিয়ে শরীর ঢাকা দেওয়ার চেষ্টা।

    তবে তাতে শেষরক্ষা হয়নি। সামান্য হাঁটলেই উঁকি দিচ্ছে শরীরের বিভিন্ন অংশ।পোশাক বিভ্রাটে নেটদুনিয়ায় হাসির খোরাক কাজলের বোন তানিশা। দু দিন আগে,মুম্বইয়ের এক রেস্তরাঁয় কস্টিউম পার্টি ছিল। তাতে অংশ নেন হুমা কুরেশি, ওয়ামিকা গাব্বি এবং তানিশা-সহ আরও অনেকে। ওই অনুষ্ঠানে ঢোকার সময় যত কাণ্ড।কালো ম্যাক্সি ড্রেস পরে ঢোকার সময় ছবিশিকারীদের ক্যামেরাবন্দি হন তানিশা। পোশাক জুড়ে গোলাপ ফুল। তবে গোলাপ ফুলগুলি ঠিকমতো পোশাকে লাগানো ছিল না। ফাঁক দিয়ে কখনও দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অংশ।তানিশার ছবি, ভিডিও সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ভাইরাল হয়ে যায়।পোশাক বিভ্রাটের ফলে যে বেশ অস্বস্তিবোধ হচ্ছে তানিশার,তা তাঁর হাঁটাচলাতেই স্পষ্ট। সোশাল মিডিয়াতেও উঠেছে সমালোচনার ঝড়। কেউ কেউ বলছেন, পোশাক তো নয়। মনে হচ্ছে যেন প্লাস্টিক ব্যাগে করে সামগ্রী বয়ে নিয়ে যাচ্ছেন। আবার কেউ লিখছেন,সস্তার মেট গালা। আবার কেউ লিখছেন, দ্বিতীয় উরফি। অনেকে আবার তানিশার পাশে দাঁড়িয়েছেন। বলছেন, কোনও মহিলাকে পোশাক নিয়ে খোঁচা দেওয়া উচিত নয়।উল্লেখ্য,তানিশা বিখ্যাত অভিনেত্রী তনুজার মেয়ে। কাজলের বোন। ২০০৩ সালে বিনোদুনিয়ায় পা রাখেন। কয়েকটি ছবি করলেও, সাফল্যের ঝুলি প্রায় শূন্য। বিগ বস সেভেন থেকে লাইমলাইটে আসেন তানিশা।

    আরেক প্রতিযোগী আরমান কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক চলে আসে শিরোনামে।তবে তারপর থেকে সেভাবে কোনও কাজ করতে দেখা যায়নি তানিশাকে।

    Your ad here

    আরো খবর