Tuesday, September 27, 2022
বিনোদনবোহেমিয়ান লুকে তারা

বোহেমিয়ান লুকে তারা

টোনড ফিগারে বোহেমিয়ান লুক, আসন্ন ছবির প্রমোশনে বেড়িয়ে নেটমাধ্যমে ঝড় তুললেন তারা সুতারিয়া। মোহিত সুরি পরিচালিত এক ভিলেন রিটার্নস-এর প্রমোশনের জন্য ক্যামেরার সামনে এসেছেন তারা।

অভিনেত্রীর ইন্সটা পোস্টে দেখা গিয়েছে, ট্রাইবাল প্রিন্টেড ব্রা-লেট, হাই ওয়েস্ট প্যান্ট আর ম্যাচিং হাই-হিলস -এ ফ্যানেদের ঘুম উড়িয়েছেন গর্জিয়াস তারা। সাথে আবার তাঁর দুর্দান্ত হেয়ার স্টাইল ও ডিজাইনার জুয়েলারিও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারার মায়ামাখা মুখে ওই এজি নোসরিংটা তারার গ্ল্যামার যেন আরও বাড়িয়ে দিয়েছে। সবমিলিয়ে একটা বোহ-চিক লুক ক্রিয়েট করেছেন বলি কুইন। ছবিগুলি দেখে চুপ থাকতে পারেননি আরমান মালিকও। ফায়ার ইমোটিকন কমেন্ট করে আরমান বেশ ভালোমতোই বুঝিয়ে দিয়েছেন তারার ব্র্যান্ড নিউ অবতার তাঁরও বেশ মনে ধরেছে।

More News

ঐশ্বর্যের টেকের আগে আরাধ্যার অ্যাকশন

0
মা ঐশ্বর্যের শুটিং শুরুর আগে অ্যাকশন বলেছিল আরাধ্যা। এমনটাই জানিয়েছেন ঐশ্বর্য রাই নিজেই। সম্প্রতি, পোন্নিয়িন সেলভান-র...

আমির কন্যা ইরা-র বাগদান

0
শ্বশুর আমির খান ফিল্মি মানুষ, তাই মেয়ে ইরাকে ফিল্মি আদলেই বিয়ের প্রস্তাব দিয়েছেন নূপুর শিখরে।...

চুপ-র স্পেশ্যাল স্ক্রিনিং

0
দর্শকদের নিয়ে চুপ-র প্রথম স্ক্রিনিং অনুষ্ঠিত হল মুম্বইতে। ফিল্ম ক্রিটিক বা ইন্ডাস্ট্রির মহারথীদের আগে সারা...