প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনেই প্রকাশ্যে এসেছে বেলা শুরুর টিজার। ২০১৮ সালে বেলা শুরুর শুটিং শেষ হয়ে গেলেও করোনা অতিমারীর কারণে পিছিয়ে গিয়েছিল রিলিজ।
যদিও ২০২০ সালের প্রথম দিকে সামনে এসেছিল বেলা শুরুর ফার্স্ট লুক। এরপর প্রয়াত হয়েছেন দুই কিংবদন্তী শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত। ২০২০ সালের ১৫ নভেম্বর প্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তার পরের বছর অর্থাৎ ২০২১ সালের ১৬ জুন স্বাতীলেখা সেনগুপ্ত প্রয়াত হয়েছেন। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল বেলা শেষে। তারপর থেকেই সিনেপ্রেমী মানুষরা মুখিয়ে ছিলেন বেলা শুরুর জন্য। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় বেলা শুরুর টিজার প্রকাশ্যে আসতেই বেড়েছে লাইক শেয়ার। ৫৭ সেকেন্ডের টিজারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলায় বিয়ে সম্পর্কের ধারণা নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। এই ছবিতেও ‘বেলা শেষে’ -র বেশিরভাগ অভিনেতারাই রয়েছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত ছাড়াও অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, মনামী ঘোষ, ইন্দ্রানী দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, সুজয় প্রসাদ চ্যাটার্জী সহ অন্যান্যরা। পরিচালকদ্বয় শিব প্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের বেলা শুরু মুক্তি পাবে ২০ মে।