Sunday, March 26, 2023
প্রযুক্তিচ্যাটজিপিটি’র মতো প্রযুক্তি মাইক্রোসফট ৩৬৫-এ

চ্যাটজিপিটি’র মতো প্রযুক্তি মাইক্রোসফট ৩৬৫-এ

বিশ্বের সবচেয়ে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি’র মূল প্রযুক্তি এবার অ্যাড হচ্ছে বহুল ব্যবহৃত সফটওয়্যার মাইক্রোসফট ৩৬৫-এ।এই ব্যবস্থাকে,কোপাইলট নামে ডাকছে মাইক্রোসফট।

তারা আরও বলছে, এটি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও আউটলুকেও অ্যাড হয়েছে।মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা বলেছেন, এটি মৌলিকভাবেই আমাদের কাজ করার ধরন বদলে দেবে।কোপাইলট কখনও কখনও ভুলও করতে পারে, কোম্পানির এই স্বীকারোক্তির কথাও উঠে এসেছে।কোপাইলটে বিদ্যমান ফাংশনগুলোর মধ্যে রয়েছে,মিটিং সফটওয়্যার টিমস-এ আয়োজিত কথোপকথনের মূল আলোচনার পয়েন্টগুলো সংক্ষিপ্ত করা।যার মধ্যে আছে,দেরিতে যোগ দেওয়া বা পুরো ইভেন্ট মিস করা ব্যক্তির জন্য এর সংক্ষিপ্ত পুনরাবৃত্তি দেওয়া।প্রম্পটের মাধ্যমে ছবি তৈরির সুবিধা’সহ পাওয়ারপয়েন্ট প্রজেন্টেশন তৈরি,ইমেইল ড্রাফটিং,তুলনামূলক দীর্ঘ ইমেইল বার্তা ও ডকুমেন্ট বিশ্লেষণ করা এবং এক্সেল স্প্রেডশিটে বিভিন্ন সারাংশ ও ডেটার গ্রাফ তৈরি।অফিস৩৬৫-তে মাইক্রোসফটের বসানো এই প্রযুক্তি কেবল চ্যাটজিপিটি নয়, বরং এর ল্যাংগুয়েজ-লার্নিং মডেলের ওপর ভিত্তি করে তৈরি।

More News

রোবট নয় চ্যাটজিপিটি’র নতুন মডেল

0
জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির উত্তরসূরী জিপিটি-ফোর এক ইউজারের কাছে দাবি করেছে,সে আসলে কোনো রোবট নয়।এক ক্যাপচা পাজল সমাধান করতে...

আস্ক জিভস,করে দেখাচ্ছে এআই চ্যাটবট

0
সার্চ ইঞ্জিন আস্ক জিভস-এর সহ-প্রতিষ্ঠাতা গ্যারেট গ্রুয়েনার বলছেন, অবশেষে ইন্টানেট যেমনটা হওয়া উচিৎ বলে তিনি...

ওপেনএআই বোর্ড ছাড়ছেন রিড হফম্যান

0
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন কোম্পানির সঙ্গে সম্পৃক্ততার কারণে সম্ভাব্য দ্বন্দ্ব এড়াতে এক অনলাইন পোস্টে জনপ্রিয় চ্যাটবট...