ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা-মহানন্দা, ধসে বিপর্যস্ত জনজীবন

0
194
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ফুঁসছে মহানন্দা থেকে তিস্তা নদী। ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমে যান চলাচল ব্যহত হয়ে পড়েছে।
ভোগান্তির মধ্যে পড়েছেন স্থানীয় মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। পাহাড়ি এলাকা থেকে সমতল সর্বত্র ভারী বৃষ্টি হয়েছে। রাতেই শহরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। ভারী বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা, মহানন্দা নদী। ১০ নম্বর জাতীয় সড়কে শ্বেতীঝোরা, সেলফিন্দারা, বিরিকদারা, লিকুভিড় এলাকায় ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে কালিম্পং থেকে সিকিম যাওয়ার রাস্তা। ফলে ঘুরপথেই সিকিম যেতে হচ্ছে গাড়িগুলোকে।
ধসে জেরে আটকে পড়েছেন পর্যটকরাও। তবে উত্তরবঙ্গে এখনই বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুরে ভারী বর্ষণ হতে পারে।