৭ মার্চের ঐতিহাসিক দিনেই বাংলাদেশে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক।
মঙ্গলবার বিকেলে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের বাস কাউন্টারের পাশে বিস্ফোরণ ঘটে।আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। ফলে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।বাংলাদেশ ফায়ার সার্ভিস জানিয়েছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণ ঘটে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।ঢাকা পুলিশ সূত্রে খবর, বিআরটিসির বাস কাউন্টারের পাশের একটি ৭ তলা বাড়ির নীচের তলায় বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের প্রাবল্য দেখে প্রাথমিকভাবে একে জঙ্গি হামলার ঘটনা বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৬-র ডিসেম্বরে ঢাকার গুলশন এলাকার হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৬ জনকে খুন করেছিল জঙ্গিরা।