রবিবার ভোরে টালিগঞ্জে এনটি ওয়ান স্টুডিওতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আগুনের গ্রাসে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর একাংশ।
ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩ টি ইঞ্জিন।যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।দমকল সূত্রে খবর, রবিরার ভোর সাড়ে ৫টা নাগাদ টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিয়োয় আগুন লেগে যায়। স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন দমকলে। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের ৩টি ইঞ্জিন। আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যেহেতু স্টুডিওর একাংশে আগুন লেগেছে তা কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটা যেমন দমকলের কাছে একটা চ্যালেঞ্জ, একইসঙ্গে সেই আগুন যাতে স্টুডিওর অন্যত্র না ছড়িয়ে পড়ে সেই বিষয়েও নজর রাখা হচ্ছে। যেহেতু স্টুডিও ফলে সেট তৈরির অজস্র জিনিস সেখানে মজুত রয়েছে, যার বেশিরভাগই দাহ্য বস্তু দিয়ে তৈরি। তাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে দমকল ইঞ্জিনের সংখ্যা আরও বাড়াতে হতে পারে দমকল সূত্রে খবর। আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।