Monday, March 27, 2023
Top Newsঠাকুরনগরে বারুণী মেলায় ভক্ত সমাগম

ঠাকুরনগরে বারুণী মেলায় ভক্ত সমাগম

বারুণী মেলা উপলক্ষ্যে ভক্ত সমাগম ঠাকুরনগরে। মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জন্মতিথিতে শনিবার থেকেই ভক্তদের ভিড় ঠাকুরনগরে। ৭ দিন ধরে চলবে এই মেলা।

তিথি মেনে ভোরে কামনা সাগরে পুণ্যস্নান করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। মেলায় যোগ দিতে শনিবার মতুয়া ধামে গিয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। তাঁকে স্বাগত জানিয়েছেন  বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে মতুয়া ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন মতুয়া  সম্প্রদায়ের সংস্কৃতিকে তুলে ধরে এই মেলা। তিনি সবাইকে অনুরোধ করেছেন এই মেলা দেখতে, দয়া ও সেবার পথ দেখানোর জন্য ঠাকুর শ্রীশ্রী হরিচাঁদজীর প্রতি মানবজাতি চিরঋণী হয়ে থাকবে। শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রবিবার মেলায যোগ দিয়েছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। ভক্তদের সঙ্গে তাঁকে মেতে উঠতেও দেখা গিয়েছে ।

More News

রাজ্যে ফের সিএএ বিতর্ক 

0
খুব শীঘ্রই রাজ্যে কার্যকর করা হবে সিএএ। সোমবার ঠকুরনগরে মতুয়া মহাসংঘের অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী...

 রেললাইনে টেট মামলাকারীর দেহ

0
টেট মামলাকারীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। রেললাইনে ক্ষতবিক্ষত দেহ মিলেছে। রেলপুলিশের তরফে...