Sunday, September 24, 2023
প্রযুক্তিপৃথিবীর কাছ ঘেঁষেই চলে গেল গ্রহাণু

পৃথিবীর কাছ ঘেঁষেই চলে গেল গ্রহাণু

বিজ্ঞানীদের হিসাবমতোই বেশ কাছ দিয়ে পৃথিবীকে অতিক্রম করে গেল হঠাৎ চোখে পড়া ক্ষুদ্র গ্রহাণুটি।এটি বিপজ্জনক রকম আকারের না হলেও যেসব ক্ষুদ্র গ্রহাণু বা উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে এসে জ্বলে যায় সে তুলনায় কিছুটা বড়।

২০২৩ বিইউ নাম দেওয়া গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়েছে।  এর আকার একটি মাইক্রোবাসের সমান।গ্রহাণুটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ প্রান্ত বরাবর পৃথিবীর তিন হাজার ৬০০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে।অনেক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ এর চেয়ে অনেক দূর দিয়ে চলে।টেলিযোগাযোগ উপগ্রহগুলোর অনেকগুলোর কক্ষপথ ৩৬ হাজার কিমি দূরে। বড় গ্রহাণু সাধারণত বিজ্ঞানীদের চোখে আগে ধরা পড়ে।২০২৩ বিইউ শখের জ্যোতির্বিজ্ঞানী গেন্নাদি বোরিসভের টেলিস্কোপে ধরা পড়ে মাত্র গত সপ্তাহান্তে। তিনি রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়ার বাসিন্দা।এখনো যে পৃথিবীর কাছাকাছি উল্লেখযোগ্য আকারের গ্রহাণু আমাদের চোখে না পড়ে লুকিয়ে আছে, তাই এ ঘটনায় আবার প্রমাণিত হলো।জ্যোতির্বিজ্ঞানীরা আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন,২০২৩ বিইউ পৃথিবীতে আঘাত করবে না।এটির আকাশে থাকা কোনো স্যাটেলাইটকে আঘাত করার সম্ভাবনাও ছিল খুবই কম।এমনকি সরাসরি পৃথিবীর সঙ্গে সংঘর্ষের পথে এলেও তেমন কোনো ক্ষতি করার ক্ষমতা এর ছিল না।তবে মহাকাশের হিসাবে তিন হাজার ৬০০ কিলোমিটার কোনো দূরত্বই নয়। কাজেই বিজ্ঞানীরা একে একেবারে,কানের পাশ দিয়ে চলে যাওয়া হিসেবেই গণ্য করছেন।

More News

বাংলাদেশের জন্য আলাদা ভিসা নীতি শুরু আমেরিকায় 

0
বাংলাদেশের জন্য আলাদা ভিসা নীতির শুরু আমেরিকার।সেই নীতি প্রণয়ন শুরু করা হয়েছে হয়ে বলে জানিয়েছে...

আমেরিকার মদতেই রাশিয়া – ইউক্রেন যুদ্ধ : ইরান

0
আমেরিকা ও তার সহযোগী পশ্চিমী দেশগুলির মদতেই দেড় বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে।...

২ মানবাধিকার কর্মীর কারাদণ্ড, চাপে হাসিনা সরকার

0
দুই মানবাধিকার কর্মীর ২ বছরের কারাদণ্ডের পরে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার সমালোচনায় ফের চাপে বাংলাদেশের...