কলেজিয়াম পদ্ধতিতে বিচারপতি নিয়োগ ঘিরে সুপ্রিম কোর্ট ও কেন্দ্রের টানাপড়েনের আবহে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে সম্মত হয়েছে বম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারবিভাগের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগে জগদীপ ধনখড় এবং কিরেন রিজিজুর বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হতে পারে।
ডিসেম্বরে দিল্লিতে একটি আলোচনাসভায় উপরাষ্ট্রপতি বলেছিলেন জনগণের ভোটে নির্বাচিত আইনসভার সদস্যদের পাশ করা আইনকে দেশের শীর্ষ আদালত অসাংবিধানিক বলছে, এমন নজির বিশ্বে আর নেই। অন্যদিকে, গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় আইনমন্ত্রী ধারাবাহিকভাবে কলেজিয়াম ব্যবস্থার সমালোচনা করেছেন।