সামরিকক্ষেত্রে আত্মনির্ভরতার পথে হাঁটতে দেশীয় সংস্থাগুলোর থেকে ৮.৫ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার, আর্টিলারি বন্দুক এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কেনার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। নিজেদের প্রযুক্তির ওপর ভরসা করেই চিন এবং পাকিস্তানের সঙ্গে মোকাবিলার জন্য সেনাকে প্রস্তুত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের বৈঠকে এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, নৌবাহিনীকে শক্তিশালী করতে সেই তালিকায় রাখা হয়েছে ২০০টি অতিরিক্ত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, ৫০টি ইউটিলিটি হেলিকপ্টার এবং নৌবাহিনীর জন্য ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা।ভারতে ডিজেল সামুদ্রিক ইঞ্জিন তৈরির ক্ষেত্রেও অনুমোদন দিয়েছে কেন্দ্র।