দেশ বঞ্চিতদের অগ্রাধিকার দিচ্ছে। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার অসমের বরপেটায় কৃষ্ণগুরু সেবাশ্রমে অনুষ্ঠিত বিশ্ব শান্তির জন্য কৃষ্ণগুরু এক নাম আখন্দ কীর্তনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী।
সেখানেই তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্ব ও অসমের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। এই অঞ্চলের অর্থনীতিতে পর্যটন একটি বড় ভূমিকা পালন করে। ২০১৩ সালের বাজেটে বলা হয়েছে, সারা দেশে ৫০ টি জায়গাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। শীঘ্রই অসমে পৌঁছবে গঙ্গা বিলাস ক্রুজ। তিনি নিশ্চিত এই ক্রুজের যাত্রীদের মাধ্যমে রাজ্যের সৌন্দর্য ও সংস্কৃতি বিশ্ববাসীর কাছে পরিচিতি পাবে। কৃষ্ণগুরু বিশ্ব শান্তির জন্য প্রতি ১২ বছর অন্তর জপ এবং কীর্তনের আচার শুরু করেছিলেন। দেশে ১২ বছর ধরে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে।বর্তমানে উন্নয়নের দৌড়ে যা কিছু পিছিয়ে আছে, সেটাই দেশের জন্য প্রথম অগ্রাধিকার। অর্থাৎ দেশ বঞ্চিতদের অগ্রাধিকার দিচ্ছে।