Sunday, March 26, 2023
বিনোদনচেলো শো-র পর্দায় পরিচালকের আত্মজীবনী

চেলো শো-র পর্দায় পরিচালকের আত্মজীবনী

চা-বিক্রেতা থেকে পরিচালক, পান নলিনের স্বপ্ন পূরণ চেলো শো-তেই। প্রকাশ্যে এসেছে ট্রেলার।

দেখা গিয়েছে, ৯ বছরের একটি ছোট্ট ছেলে। গুজরাটের রেলস্টেশনে চায়ের স্টল রয়েছে তার। দোকান সামলে সিনেমা বানানোর স্বপ্ন দেখে সে। বন্ধুদের সঙ্গে নিয়ে সেই স্বপ্নই সফল করবে ছোট্ট ছেলেটা। আর সেই ছেলেটি আর কেউ নন, স্বয়ং পরিচালক। জানা গিয়েছে, চায়ের স্টল চালিয়ে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা, এরপর ন্যাশনাল ইন্সটিটিউট অফ ডিজাইনে ভর্তি হওয়া। তারপর বিয়েবাড়িতে ক্যামেরার কাজ করে সামান্য রোজগার। তাই দিয়েই ছোট ছোট সিনেমা তৈরি করে নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে এসেছেন নলিন কুমার পাণ্ডিয়া। যিনি বর্তমানে বিখ্যাত পরিচালক পান নলিন নামেই পরিচিত। নলিনের ঝুলিতে রয়েছে সামসারা,ভ্যালি অফ ফ্লাওয়ার্স-র মতো দুর্দান্ত কিছু সিনেমা। আর এবার পান নলিনের এই গুজরাটি ছবি চেলো শো দিয়েই হবে ২০২৩ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি। কন্ট্রোভার্সিকে হার মানিয়েছে তাঁর কাজ। সমালোচকরা বলছেন, সিনেমার সৌন্দর্যের প্রেমে পড়ে যেন চেল্লো শো-র ট্রেলারের নামে প্রেম পত্র দিয়েছেন পান নলিন। কথা রয়েছে, আগামী ১৪ই অক্টবর বড়পর্দাতেই রিলিজ করবে চেলো শো।

More News