সানি লিওনি ও উরফি জাভেদকে একই মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে।আবেদন ছড়ানোয় তারা এমনিতেই সবার সেরা,এবার কাকে ছেড়ে কাকে দেখবেন, এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে পাপারাৎজিদের।
একসঙ্গে দুই তারকার উপস্থিতিতে কার্যত মাথা ঘুরে গিয়েছে আলোকচিত্রীদেরও! শেষে দুজনেই এসে দাঁড়িয়েছেন এক ফ্রেমে। উরফিকে দেখে হেসেছেন সানি। কিন্তু বিপত্তি বাঁধে তারপরই। উচ্ছ্বাসে সানিকে জড়িয়ে ধরতে গিয়েছেন উরফি, কিন্তু পারেন নি। কারণ, অদ্ভুত আরেক পোশাক পরে হাজির হয়েছিলেন উরফি। উরফির বুকের আগে আড়াল করে রেখেছিল শক্ত খাঁচা। লজ্জিত উরফি নিজেই হেসে ফেলে নিরস্ত হয়েছেন। তার পোশাক থেকে বেশ কিছু বেগুনি রঙের অভ্র সানির গায়েও লেগে গিয়েছে। সাবধানে হাতের বেড় দিয়ে সানিকে ধরে পাশে সরে দাঁড়িয়েছেন উরফি।উরফির পরনের সেই অদ্ভুত খাঁচা সকলেই অবাক হয়ে দেখছিলেন।ছবি তুলে তুলে ক্লান্ত আলোকচিত্রীরা তবু তুলেই চলেছেন। কারণ এতটা আবরণহীন ভাবে এর আগে দেখা দেননি উরফি। একই রঙের পাঁজরের পোশাক উরফি নিজেই বানিয়েছেন বলে জানিয়েছেন। সঙ্গে পরেছেন বেজ রঙের ঢোলা প্যান্ট।সব মিলিয়ে তিনিই কেড়ে নিয়েছিলেন মনোযোগ।অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য তারকারাও অবাক চোখে তাকে দেখছিলেন।তবে সানি উরফিকে প্রশংসার দৃষ্টিতেই দেখেছেন। কাঁধখোলা রুপালি গাউনের সঙ্গে ম্যাচ করা রুপার হাইহিল পরেছিলেন সানি।কাছে এসে কোমর জড়িয়ে পোজ দিয়েছেন উরফির সঙ্গে।সেই ভিডিও ভাইরাল অনলাইনে।অন্যদিকে উরফি আর সানির সম্পর্ক এমনিতেও গভীর।পরস্পরকে সব কাজেই সমর্থন করেন তারা। সম্প্রতি রিয়্যালিটি শো’তে উরফি আর সানি দুজনেই অতিথি ছিলেন।সেখানেও প্রকাশ্যে উরফির পোশাকের প্রশংসা করতে দেখা গিয়েছিল সানি লিওনিকে।