নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা করেছে তৃণমূল, কংগ্রেস-সহ ১৯ টি বিরোধী দল।বুধবার কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সিপিএম, এনসিপি, আপ-সহ ১৯ টি বিরোধী রাজনৈতিক দল একটি বিবৃতি প্রকাশ করেছে।সেখানে বলা হয়েছে, সংসদ থেকে গণতন্ত্রের আত্মাকে শুষে নেওয়া হয়েছে।
নতুন ভবনের কোনও অর্থ তাদের কাছে নেই। এই পরিস্থিতিতে তাঁরা যৌথ ভাবে ঘোষণা করছেন যে, নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করছেন। পাশাপাশি বলা হয়েছে, সর্বক্ষেত্রে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। এবং এই বার্তা তাঁরা দেশের সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে বদ্ধপরিকর।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাদ দিয়ে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন, তা নিয়ে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল আগেই প্রশ্ন তুলেছিল। বিরোধীদের দাবি, দেশের সাংবিধানিক প্রধান হিসাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই অনুষ্ঠানের পৌরহিত্য করা উচিত ছিল। কিন্তু তাঁর বদলে নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই বিষয়টিও উঠে এসেছে বিরোধীদের যৌথ বিবৃতিতে।অন্যদিকে, তৃণমূল-সহ বিরোধীদের নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, কিছু বিরোধী দল নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে, তা দুর্ভাগ্যজনক। তিনি আশা করবেন, তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং কর্মসূচিতে যোগ দেবে।