হিজাব বিরোধী আন্দোলন দমনে আরও কড়া পদক্ষেপের হুশিয়ারি দিয়েছে ইরান সরকার।দেশের বিচার বিভাগের তরফে এক বার্তায় স্পষ্ট জানানো হয়েছে, বিক্ষোভ-আন্দোলন চলাকালীন সরকারের বিরুদ্ধে কোনও অপরাধ সংগঠিত হলে, অভিযুক্তকে কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে।
গত সাত সপ্তাহেরও বেশি সময় ধরে সরকার-বিরোধী হিজাব আন্দোলনে অংশ নিয়েছেন ইরানের লক্ষ লক্ষ সাধারণ নাগরিক, যার মধ্যে একটা বড় অংশ মহিলা ও পড়ুয়া। নিরাপত্তা বাহিনীর হুমকিকে উপেক্ষা করে রবিবার থেকে ফের উত্তপ্ত হতে শুরু করেছে পরিস্থিতি। অশান্তি ছড়াচ্ছে উত্তর-পশ্চিম কুর্দিশ এলাকাতেও।ইরান সরকার জানিয়েছে, শুধুমাত্র তেহরান প্রদেশ থেকেই এক হাজারেরও বেশি বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।অন্যদিকে বিচার বিভাগের মুখপাত্র বলেছেন, দেশের অধিকাংশ নাগরিক এমনকি বিক্ষোভকারীরাও এই আন্দোলনকে সমর্থন করছেন না। তাঁরা বিচার বিভাগের কাছে আর্জি জানিয়েছেন যে অবিলম্বে যেন এই সব দুষ্কৃতীকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হয়।