Tuesday, September 27, 2022
আন্তর্জাতিক সংবাদদেশে জাল নোট পাচারের মূল অভিযুক্ত খুন নেপালে 

দেশে জাল নোট পাচারের মূল অভিযুক্ত খুন নেপালে 

ভারতে জাল নোট পাচারের মূল অভিযুক্ত খুন হয়েছেন নেপালে। নেপালের কাঠমান্ডুতে ৫৫ বছর বয়সি লাল মহম্মদকে হত্যা করেছে অজ্ঞাত পরিচয়ের দুই দুষ্কৃতী।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, লাল মহম্মদ বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। নিজেকে বাঁচাতে গাড়ির পিছনে লুকিয়ে পড়লেও লাগাতার গুলি চালানোর জন্য শেষ রক্ষা হয়নি তাঁর। লাল মহম্মদের মেয়ে বাবাকে বাঁচাতে নিচে নেমে আসতেই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। এখনও পর্যন্ত এই দুই দুষ্কৃতীর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এই লাল মহম্মদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে ভারতে জাল নোট পাচারের প্রধান তিনি। অভিযোগ ছিল, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতীয় মুদ্রার জালনোট লাল মহম্মদ নিয়ে আসতেন নেপালে লাল মহম্মদ। এর পর আইএসআই-এর সহযোগিতায় নেপালের সীমান্ত দিয়ে ভারতে জালনোট পাচার করতেন তিনি। এছাড়াও  ডাউড ইব্রাহিমের ডি গ্যাঙের সঙ্গেও যোগাযোগ রাখার অভিযোগ ছিল লাল মহম্মদের বিরুদ্ধে। 

 

More News

নেপালে ভূমিধসে মৃত ১৭

0
টানা বৃষ্টিতে নেপালে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ বহু মানুষ । গত কয়েকদিন...

নেপালে ভূমিধসে মৃত ১৩ 

0
টানা বৃষ্টিতে নেপালে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০ জন। গত...

বাগুইআটি জোড়া খুন, গ্রেফতার মূল অভিযুক্ত 

0
বাগুইআটি জোড়া খুন মামলায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। সিআইডির...