মার্কিন ফেডারেল ব্যাঙ্কের নীতি বদলের জেরে ভারতের টাকার দামের পতন অব্যাহত। বৃহস্পতিবার এক মার্কিন ডলার টাকার দাম পৌঁছেছে ৮৩ টাকা ৬ পয়সা। শুধু ডলারের তুলনায় টাকার দাম কমাই নয়, শেয়ার বাজারেও ধসের ইঙ্গিত পাওয়া গিয়েছে।
সকালে বাজার খোলার পরই একধাক্কায় প্রায় ৩৫০ পয়েন্ট নেমে যায় সেনসেক্সের সূচক। নিফটির পতন ঘটে ৯০ পয়েন্ট। এর অনেকটাই অবশ্য মার্কিন বাজারের ওঠানামার উপর নির্ভরশীল। তবে শুধু টাকা নয়, বিশ্বের অন্য বহু দেশের মুদ্রাই ডলারের তুলনায় দুর্বল হচ্ছে। অন্যান্য এশীয় মুদ্রাও ভারতীয় টাকার মতোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দাবি করেছেন, বিশ্বের অন্যান্য মুদ্রার থেকে ভারতীয় মুদ্রা তুলনামূলক ভাবে ভাল অবস্থাতেই রয়েছে।