খলিস্তানি জঙ্গি বিতর্কে এবার নিজের দেশেই বিরোধিতার মুখে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মত প্রকাশের স্বাধীনতার নাম করে খলিস্তানি কার্যকলাপের বিরোধিতা করতে চাননি প্রধানমন্ত্রী।
এই অভিযোগ করেছেন জাস্টিন ট্রুডোর দলেরই চন্দ্র আর্য নামে এক ইন্দো-কানাডিয়ান সাংসদ। তাঁর মতে, খলিস্তানিরা আসলে কানাডায় বসবাসকারীদের মধ্যে বিভেদ ঘটাতে চাইছে।সোশাল মিডিয়ায় পোস্ট করে নাম না করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তীব্র বিরোধিতা করেছেন ইন্দো-কানাডিয়ান সাংসদ। তিনি বলেছেন, কানাডার নিজস্ব নীতি ও মূল্যবোধ রয়েছে। তারা সকলেই দেশের নিয়ম মেনে চলেন। তবে তিনি বুঝতে পারেন না, বাকস্বাধীনতার যুক্তি দেখিয়ে কেন সন্ত্রাসবাদকে গৌরবান্বিত করা হয়। যদি শ্বেতাঙ্গ সন্ত্রাসবাদী কানাডায় হামলা করে তাহলে দেশে ঝড় ওঠে। কিন্তু খলিস্তানিরা সবকিছু করেও পার পেয়ে যায়।