Thursday, December 7, 2023
বিনোদনবিচ্ছেদের কারণ সন্তানহীনতা 

বিচ্ছেদের কারণ সন্তানহীনতা 

জেনিফার অ্যানিস্টন আর ব্র্যাড পিটের বিচ্ছেদের কারণ নিয়ে চর্চা,জল্পনায় এ বার দাঁড়ি টানতে চান নায়িকা।এত দিন যা কিছু নিয়ে জল্পনা হয়েছে, সবই জানেন জেনিফার।

নীরবতা ভেঙে ৫৩ বছরের অভিনেত্রী জানিয়েছেন, মা হতে না চাওয়া বিয়ে ভাঙার একটা বড় কারণ হতে পারে।২০০০ থেকে ২০০৫ সাল। ব্র্যাডের সঙ্গে বিবাহিত জীবন কাটিয়েছেন জেনিফার। কিন্তু তার পরই ব্র্যাডের মন মজেছিল দত্তক নেওয়া ৪ সন্তানের মা অ্যাঞ্জেলিনা জোলিতে। দীর্ঘ প্রেমের পর তাঁকে বিয়ে করে সংসারও পেতেছিলেন ফাইট ক্লাব-এর অভিনেতা। তাঁর সঙ্গে যমজ-সহ মোট ৩ সন্তানের জন্ম দেন,আ মাইটি হার্ট-এর নায়িকা অ্যাঞ্জেলিনা।যদিও ২০১৬ সালে তাঁদের সুখের দাম্পত্য ভেঙে যায়।মার্লে অ্যান্ড মি নায়িকাও বিয়ে করেন জাস্টিন থের‌্যুকে। তার পরও চর্চায় ব্র্যাড-জেনিফার বিচ্ছেদ। কেন বিয়ে ভাঙল তাঁদের?জেনিফার বলেছেন,তিনি শুধু নিজের কেরিয়ার নিয়ে ভাবতেন। ঈশ্বরের দয়ায় জেনিফার সফল, কিন্তু তাঁর একটিও সন্তান নেই। তবে তাঁর সন্তান না হওয়ার কারণেই প্রাক্তন স্বামী ছেড়ে গিয়েছিল,এই গুজব কিছুটা সত্যি তো বটেই। কিন্তু এমন নয় যে, চেষ্টা করেন নি। খুব কঠিন ছিল। দিনের পর দিন চাইনিজ় টি খেয়ে যাওয়া, কিংবা আইভিএফ-এর মাধ্যমে সন্তানধারনের চেষ্টা জেনিফার সবই করেছেন। কিন্তু সন্তান না হওয়ায় হয়তো চলে যান ব্র্যাড। তবে এ নিয়ে এতটুকুও আক্ষেপ নেই জেনিফারের। জানিয়েছেন,আর ভাবেন না।

More News

লিপস্টিক নিয়ে যত সিনেমা 

0
অড্রে হেপবার্নের ব্রেকফাস্ট অ্যাট টিফানি কিংবা অ্যাঞ্জেলিনা জোলির,ম্যালেফিসেন্ট। ব্যতিক্রমী পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিকের ব্যবহার দুই...

সন্তানরাই রক্ষা করেছে : অ্যাঞ্জেলিনা

0
জীবনের সবচেয়ে অন্ধকারময় সময়ে বাচ্চারাই তাকে সুরক্ষিত রেখেছে, এমনটাই জানিয়েছেন হলিউডের শীর্ষ অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অ্যাঞ্জেলিনা...

জোলি-ব্র্যাড পিট সমঝোতা চান

0
হলিউড তারকা ব্র্যাড পিট এবং তার প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি তাদের তিক্ত আইনি যুদ্ধ শেষ...