জার্মানিকে হারানোর পর স্টেডিয়াম পরিষ্কার করেছেন জাপানের সমর্থকরা। যে মাঠে বসে প্রিয় দলের হয়ে গলা ফাটানো হয়, সেই স্টেডিয়াম পরিষ্কার রাখাও তাঁদেরই দায়িত্ব।
আর সেটাই করে দেখিয়েছেন জাপান। ফুটবল বিশ্বকাপে জাপান যে জার্মানিকে হারিয়ে দেবে তা ভাবতেই পারেনি কেউ। কিন্তু সেই অবাক কাণ্ডটাই করে দেখিয়েছে জাপান। ২-১ গোলে তারা পরাজিত করেছে জার্মানিকে। খেলা শেষ হতেই যখন সমর্থকরা বাড়ি ফিরে যান, জাপানের সমর্থকরা তখন স্টেডিয়ামে থেকে গেলেন। তাঁরা থাকলেন স্টেডিয়াম পরিষ্কার করবেন বলে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জাপানের সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কার করার ছবি। গতবার বিশ্বকাপেও এমন কাজ করতে দেখা গিয়েছিল জাপানের সমর্থকদের।