!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeNewsdeskকোটা ফ্যাক্টরির তৃতীয় সিজন

    কোটা ফ্যাক্টরির তৃতীয় সিজন

    Published on

    সাম্প্রতিক খবর

    হিন্দি ওয়েব সিরিজের মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিজ কোটা ফ্যাক্টরি। দুটি সিজন সফল হওয়ার পর এবার পালা তৃতীয় সিজনের।

    দীর্ঘদিন ধরেই ফ্যান ফলোয়াররা অপেক্ষায় ছিলেন নতুন সিজনের। পঞ্চায়েতের আগে এই কোটা ফ্যাক্টরি দিয়েই জনপ্রিয়তা পান অভিনেতা জিতেন্দ্রকুমার।কোটা ফ্যাক্টরির সেই জিতু ভাইয়াকে নতুন করে পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন ফ্যানরা।এদিকে সদ্যই মুক্তি পেয়েছে পঞ্চায়েতের তৃতীয় সিজন।আর পঞ্চায়েত মুক্তির পরই কোটা ফ্যাক্টরির তৃতীয় সিজন মুক্তির দিন ঘোষণা করেছেন জিতু ভাইয়া।কোটা ফ্যাক্টরির ঘোষণা নিয়ে একটি মজার ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে জিতু ভাইয়ার প্রশ্নেই লুকিয়ে ছিল কোটা ফ্যাক্টরি তৃতীয় সিজনের মুক্তির দিন। এরপরই দর্শকের মধ্যে উন্মাদনা আরও বাড়তে থাকে। তবে ২৪ ঘণ্টা পরই মিলেছে সেই উত্তর। ২০ জুন মুক্তি পাবে কোটা ফ্যাক্টরি।প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় কোটা ফ্যাক্টরি মুক্তির দিন ঘোষণা করার পর ফ্যান ফলোয়ারদের তুমুল সাড়া লক্ষ করা গেছে।লাইক-কমেন্টের বন্যা বয়ে গেছে বলা যায়।অবশেষে ফের একবার সাদাকালো পর্দায় বৈভব, মীনা, উদয়, বর্তিকা ও শিবাঙ্গীর জীবনের সফর সঙ্গী হতে চলেছেন দর্শকরা।কীভাবে জীবন বদলে দিতে পারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তারা,দেখবেন দর্শকরা।এই সিজন ছাত্রছাত্রীদের যৌবনে প্রবেশের টালমাটাল সময় তুলে ধরবে আরও প্রবলভাবে। সর্বক্ষেত্রে অবশ্যই তাদের পথ দেখাবে জিতু ভাইয়া। জিতু ভাইয়ার চরিত্রে জিতেন্দ্র কুমার ছাড়াও এই সিরিজে অভিনয় করেন ময়ূর মোর, রঞ্জন রাজ, আলম খান, রেবতী পিল্লাই, এহসাস চান্না, রাজেশ কুমার।তৃতীয় সিজনে তারা প্রত্যেকেই ফিরবেন নিজেদের চরিত্রে। এছাড়াও এবারের কাস্টে যোগ দেবেন তিলোত্তমা সোম।

    Your ad here

    আরো খবর