যুদ্ধ বন্দিদের ওপর নির্মম অত্যাচারের জন্য রাশিয়া ও ইউক্রেন দু’পক্ষই দোষী।এমনটাই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।সম্প্রতি একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, রাশিয়ার হাতে বন্দি এক ইউক্রেনীয় সেনা বলছেন, ইউক্রেনের গৌরব। তারপরেই তাঁকে গুলি করে মেরে ফেলা হয়।
ভিডিয়োটি দেখিয়ে মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলে কিভ। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পর্যবেক্ষণ অভিযানের ইউক্রেন শাখার প্রধান মাটিল্ডা বগনার বলেছেন, সাম্প্রতিক কালে দু’পক্ষই একইভাবে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এভাবে বিনা বিচারে মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে তারা খুবই চিন্তিত। কমপক্ষে ২৫ জন রুশ যুদ্ধবন্দি ও আত্মসমর্পণ করা আহত সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইউক্রেন। তারা এর ঘোরতর নিন্দা করছেন।সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। তাতে দাবি করা হয়েছে, ইউক্রেনীয় সেনাবাহিনী যুদ্ধবন্দিদের হত্যা করছে, প্রাণনাশের ভয় দেখাচ্ছে, তাদের উপরে যৌন নির্যাতন চালানো হচ্ছে।