প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লারের বলিউডে অভিষেকটা মন মতো হয়নি। অক্ষয় কুমারের বিপরীতে বড় বাজেটের ছবি সম্রাট পৃথিবীরাজ দিয়ে নজর কাড়লেও ছবি ব্যবসায়িক সাফল্য পায়নি।
এবার ব্যক্তিগত কারণে খবরের শিরোনাম। গুঞ্জন রটেছে, এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। এ নিয়ে খবরও প্রকাশিত হয়েছে।মানুষীর প্রেমিকের নাম, নিখিল কামাথ। একটি কোম্পানির সহপ্রতিষ্ঠাতা নিখিল।২০১৯ সালে ইতালিতে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু পরের বছরেই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় নিখিলের।গত বছর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদও হয়ে গেছে। জানা গেছে,গত বছর থেকেই নিখিল ও মানুষীর সম্পর্কের শুরু। তবে তারা বিষয়টি প্রকাশ্যে আনতে চান না। দুই পরিবারই তাদের সম্পর্কের বিষয়টি জানেন।জানা গেছে, দুজনেই প্রায়ই বেড়াতে যান। সম্প্রতি ঋষিকেশে দুজন, নিখিল ও মানুষীকে একসঙ্গে দেখা গেছে।