Tuesday, September 27, 2022
বিনোদনভোগান্তি এসেছে অনেক, হার মানেননি নুসরত

ভোগান্তি এসেছে অনেক, হার মানেননি নুসরত

হাজারো ভোগান্তিকে পিছনে ফেলে শ্যুটিং করেছেন নুসরত ভারুচা। সম্প্রতি, শিল্পা শেট্টির এক চ্যাট শো-তে ফেলে আসা দিনগুলো আবারও ফিরে দেখলেন অভিনেত্রী।

জানিয়েছেন, হাতে তখন পর পর কাজ। ভীষণ ব্যস্ত। সেইসময়েই প্রথমে ভার্টিগো, তারপরেই পিঠে তীব্র চোট লাগে। একটু স্বস্তি মিলতে না মিলতেই গোড়ালিতে প্রচন্ড টান ধরল। এরপরেই জন্মদিনের পার্টিতে টেবিলের উপর নাচতে গিয়ে বেকায়দায় পায়ের আঙুলটাও ভেঙে গিয়েছিল নুসরতের। কাজের চাপে ঠিকমত বিশ্রাম নেওয়াও তো সম্ভব ছিল না। তবে নুসরত হাড় মানেননি কিছুতেই। মনে অদম্য জোর আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গিয়েছেন। পুরোদমে শুটিং করেছেন। অবশ্যই এডি-দের সাহায্য ছাড়া তা সম্ভব হত না। শুটিং শুরুর অনেক আগে থেকেই সেটে গিয়ে বসে থাকতেন। শটের সময়ে এডি-রা ধরে ধরে নুসরাতকে ফ্লোরে নিয়ে যেত। আবার কাজ শেষ হলে এডি-রাই ফিরিয়ে আনত তাঁকে নিজের জায়গায়। কথা রয়েছে, অক্টবরে রিলিজ করবে অক্ষয় কুমারের রামসেতু। ছবিতে দেখা যাবে আত্মবিশ্বাসী অভিনেত্রী নুসরত ভারুচাকে।

More News

রামসেতুর রক্ষক অক্ষয় কুমার

0
তিন দিনের মধ্যে রামসেতু বাঁচাবেন অক্ষয় কুমার। প্রকাশ্যে রাম সেতু ছবির টিজার। সীতা উদ্ধারে...

কাজের বিনিময়ে অনৈতিক প্রস্তাব 

0
বলিউড এক বিশাল কর্মজগৎ। চাকচিক্য, আভিজাত্য,যশ,খ্যাতির সঙ্গে বলিউডের অজানা কিছু কালো অন্ধকার দিক রয়ে গেছে,যা...

গণেশ পুজোতে মাতোয়ারা বলিউড

0
গণেশ পুজোতে মাতোয়ারা বলিউড সেলেবরা। প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে গণপতি বাপ্পাকে অভ্যর্থনা জানিয়েছেন...