বঙ্গ রাজনীতিতে ডিসেম্বর সাসপেন্সের মধ্যে এবার ১২, ১৪, ২১ তারিখের কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে শুধু শুভেন্দুই নন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মুখেও ডিসেম্বর হুঙ্কার শোনা গিয়েছে।
আর বৃহস্পতিবার ৩ টি তারিখ উল্লেখও করে দিলেন তিনি। জানিযেছেন ১২, ১৪ এবং ২১ এই তিনটি তারিখ খুবই গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ। অর্থাৎ কি হতে চলেছে তা জানতে ধৈর্য্যও ধরতে বলেছেন তিনি। আর শুভেন্দুর তারিখ উল্লেখের ঘটনায় সুর চড়িয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন হয়তো ওই তারিখে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এজেন্সিকে কাজে লাগাবে বিজেপি।