আসন্ন নির্বাচন গুজরাটের আগামী ২৫ বছরের ভাগ্য নির্ধারণ করবে। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার পালানপুরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, গুজরাট ও কেন্দ্রে বিজেপি সরকার অনেক উন্নয়নমূলক কাজ করেছে। এখন বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
গুজরাটে মজবুত সরকার গঠনের জন্য জনগণের সমর্থন প্রয়োজন। গুজরাটের বিজেপি সরকার বানাসকাঁথা এবং আশেপাশের অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য পর্যটন, পরিবেশ, জল, গবাদি পশু পালন এবং পুষ্টির দিকে মনোনিবেশ করেছে।খুব অল্প সময়ের মধ্যে সরকার জলের ঘাটতি এবং বিদ্যুতের সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হয়েছে। এখনকার ২০ থেকে ২৫ বছর বয়সী তরুণরা হয়তো জানে না যে কয়েক দশক আগে রাজ্যের পরিস্থিতি কতটা খারাপ ছিল। তাই এই নির্বাচন কে বিধায়ক হবে বা কার সরকার ক্ষমতায় আসবে তা নিয়ে নয়। এই নির্বাচন আগামী ২৫ বছরের জন্য গুজরাটের ভাগ্য নির্ধারণ করবে।