এবার বিরাট কোহলি এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করতে চান বিয়ার গ্রিলস। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ার গ্রিলস বলেছেন, তিনি প্রিয়াঙ্কাকে নিয়ে ম্যান ভার্সেস ওয়াইল্ড সফরে যেতে ইচ্ছুক।
এমনকি বিরাট কোহলির সঙ্গেও ওয়াইল্ড অ্যাডভেঞ্চার করতে চান তিনি। গ্রিলস-র মতে, বিরাটের সঙ্গে এমন সাহসিক সফর করলে ব্যাপারটা বেশ আশ্চর্যজনক হবে। আর ভারতীয় তারকাদের সাথে কাটানো তাঁর কিছু সময়ের কথা স্মরণ করে গ্রিলস বলেছেন, ভারতীয় সুপারস্টাররা সবাই খুবই ভালো মানুষ। প্রসঙ্গত, কিছুদিন আগেই রণবীর বনাম ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস-এ রণবীর সিং-এর সঙ্গে কাজ করেছেন গ্রিলস। এছাড়াও ইতিমধ্যেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রজনীকান্ত, অক্ষয় কুমার, অজয় দেবগন-সহ একাধিক আইকনদের সঙ্গে আউটিং সেরে নিয়েছেন।