দুর্গম হিমালয়ের পীর পঞ্জাল পর্বতশ্রেণির মধ্যে দিয়ে ১১১ কিলোমিটার পথে রেললাইন নির্মাণের কাজ সম্পূর্ণ হলেই সমতলের সঙ্গে ব্রডগেজ রেলপথে জুড়ে যাবে জম্মু – কাশ্মীর।
এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।উধমপুর-বারামুল্লা রেললাইন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে কাশ্মীরে গিয়েছেন রেলমন্ত্রী।তিনি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর কিংবা সামনের বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে উপত্যকার সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হবে।কাশ্মীর উপত্যকায় যাওয়ার জন্যও বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা হচ্ছে। তবে কাশ্মীরের আবহাওয়া ও ঠান্ডার কথা মাথায় রেখে বিশেষ ভাবে বানানো হবে এই বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের অন্য অংশের সঙ্গে কাশ্মীর উপত্যকাকে রেলের মাধ্যমে জুড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন।প্রতিদিন দেশে ১৩ কিমি রেলপথ তৈরি হচ্ছে। বারামুল্লা ছাড়িয়ে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলা পর্যন্ত রেলপথ বিস্তারের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী।