Sunday, March 26, 2023
Scienceএবার হলুদ রঙেও আইফোন ফোরটিন 

এবার হলুদ রঙেও আইফোন ফোরটিন 

আইফোনে বিভিন্ন নতুন রং অ্যাড করার সাম্প্রতিক প্রবণতা ধরে রেখেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আইফোন ফোরটিন এবং ফোরটিন প্লাস ডিভাইসের হলুদ রঙের ভার্শণ চালু করেছে কোম্পানিটি।

 

দাম ও কার্যকারিতার বেলায় ডিভাইসগুলো এর পূর্বসূরীর মতোই। এগুলোর দাম যথাক্রমে সাতশ ৯৯ ডলার ও আটশ ৯৯ ডলার। তবে, এটি ব্যবহারের সময় ইউজার বিটলসের ইয়োলো সাবমেরিন বা, কানাডীয় শিল্পী রাফফির,বানানাফোনস গান গুণগুণ করলে তা অবাক হওয়ার মতো কিছু হবে না।রিপোর্ট অনুযায়ী, আমেরিকা ১০ মার্চ থেকে ব্রিটেন ও কানাডা’সহ ৬০টিরও বেশি দেশের গ্রাহক এই হলুদ ফোনটি প্রি অর্ডার করতে পারবেন। আর ১৪ মার্চ থেকে হলুদ রংসহ নতুন সিলিকন কেসে এগুলো পাওয়া যাবে।আইফোনে অ্যাপলের এই রং ব্যবহারের প্রথম ঘটনা নয় এটি। এর আগে উজ্জ্বল হলুদ রঙের ভার্শণ এসেছিল আইফোন ফাইভ সি ডিভাইসে। আর আইফোন ইলেভেন’তে এসেছিল তুলনামূলক বিবর্ণ এক ভার্শণ।যাই হোক, এর আগে আধুনিক আইফোন নকশায় কখনওই এই রং আসেনি। ফলে লাল ও এর প্রচলিত রং বাদে ইউজারের কাছে অন্য কোনো রং বাছাইয়ের সুবিধা ছিল না।এই ভার্শণ চালুর পেছনের কৌশল তেমন চমকপ্রদ কিছু নয়। তাত্ত্বিকভাবে, পণ্য চক্রের মাঝামাঝি সময় নতুন রঙের ফোন আনলে আইফোন বিক্রিও বেড়ে যায়। পাশাপাশি, বসন্তের জন্য অ্যাপল ওয়াচ ব্যান্ডগুলোর আপডেট জানানোর সুযোগও পেয়েছে অ্যাপল।

More News

আইফোন ১৪ প্লাসের উৎপাদনে লাগাম

0
বাজারে আনুষ্ঠানিক অভিষেকের দুই সপ্তাহের মাথায় আইফোন ১৪ প্লাসের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। অ্যাপল...

আইফোন ১৪: চীনের জায়গায় ভারত?

0
সম্প্রতি ভারতে আইফোন ১৪ উৎপাদনের ঘোষণা করেছে অ্যাপল। অ্যাপল প্রোডাক্টর উৎপাদন প্রক্রিয়ার পরিধি চীনের মূল...

আইফোনের নতুন ফিচার অ্যান্ড্রয়েডে

0
অ্যাপল তাদের আইফোন ১৪ প্রো’র সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলোর একটি হিসেবে ডায়নামিক আইল্যান্ড দেখানোর এক মাস...